বাসায় ঢুকে সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫২ এএম, ৩১ জুলাই ২০১৭

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জলকে বাসায় ঢুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে শহরের মানিকপুর এলাকার ভাড়া বাসার ৮তলায় এ ঘটনা ঘটে।

আহত নাসির উদ্দিনকে উজ্জলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সাংবাদিক উজ্জল জানান, বাসার দরজা ভেঙে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে নাসিরের মাথায় ও হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, হামলার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।