অভিষেক হলো ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির


প্রকাশিত: ০৮:০১ এএম, ২৯ মে ২০১৫

ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে (বিডি হল) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক সাদেক কূরাইশী, জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোদাচ্ছের হোসেন, সাবেক সভাপতি এ টি এম সামসুজ্জামান, আহ্বায়ক আব্দুস সালাম হাওলাদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মুরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ি কল্যাণ সোসাইটির উপদেষ্টা জামাল হোসেন, প্রমুখ।

এর আগে ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ ও সাধারণ সম্পাদক রবিউল আজম খোকনসহ সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

রবিউল এহ্সান রিপন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।