দুই বোনকে গলা কেটে হত্যার ঘটনায় তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:২৯ এএম, ০৩ আগস্ট ২০১৭

জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের দেওলিয়াবাড়ি গ্রামে একই পরিবারের দুই বোনকে গলা কেটে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সদর উপজেলার রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার সুলতানা, সহকারী শিক্ষক রোকসানা আক্তার মনি, জিয়াউর রহমান, সুমন করিম, ওয়ারেছ আলী, বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান ও এলিনা প্রমুখ। এ সময় বক্তারা নিহত ভাবনা আক্তার ও লুবনার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরদিকে, দুই সহদোর ভাবনা এবং লুবনার হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলমকে প্রধান করে জামালপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান এবং ডিবির ওসি জিয়াউল ইসলামকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সেই সঙ্গে নিহত দুই বোনের মালয়েশিয়া প্রবাসী বাবা সামিউল ইসলাম শামীম বুধবার রাতেই দেশে ফিরে বৃহস্পতিবার বাদী হয়ে জামালপুর সদর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেছেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হত্যায় জড়িত সন্দেহে আটক শামীমের চাচা ওয়ারেছ আলী এবং ভাতিজা বিলাশকে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।

গতকাল বুধবার সকালে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেওলিয়াবাড়ি গ্রামে নিজ বাড়িতে মালয়েশিয়া প্রবাসী সামিউল ইসলাম শামীমের দুই মেয়ে ভাবনা ও লুবনাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

শুভ্র মেহেদী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।