রাঙামাটিতে বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে ব্লাস্ট
ন্যায় বিচার প্রাপ্তিতে অসহায়, দরিদ্র ও নির্যাতিত জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে বেসরকারি আইন সহায়তাকারী সংস্থা ‘বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। রোববার বিকালে সংস্থার রাঙামাটি জেলা ইউনিট কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান ।
তিন জানান, রাঙামাটি জেলায় বিনামূল্যে আইনি সহায়তায় শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার অধিক অভিযোগ নেয়া হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা করা হয়েছে প্রায় দেড় হাজার। আর সালিশের মাধ্যমে এ পর্যন্ত বিরোধ নিস্পত্তি করে দেয়া হয়েছে দেড় হাজার।
রাঙামাটি জুয়েল দেওয়ান জানান, ব্লাস্টের বিনামূল্যে আইনি সহায়তায় হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণ এবং সুজাতা চাকমা ও বিশাখা চাকমাকে ধর্ষণের পর হত্যাসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা আদালতে বিচারাধীন। পাশাপাশি পার্বত্য তিন জেলায় পারিবারিক আদালত স্থাপনের জন্য ‘কেন তিন পার্বত্য জেলায় পারিবারিক আদালত স্থাপন করা হবে না’ মর্মে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে ব্লাস্ট রাঙামাটি ইউনিটের উদ্যোগে। রিটটি শুনানি প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ব্লাস্ট রাঙামাটি ইউনিট ২০০৫ সালে পার্বত্য চট্টগ্রামে কার্যক্রম শুরু করে।
সুশীল চাকমা/এসএস/পিআর