সন্ত্রাসী হামলায় ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা আহত
ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর মসজিদের গাছের টেন্ডার দাখিলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক। রোববার সকালে বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বিসিক শিল্প নগরীর মসজিদের গাছের টেন্ডার দাখিল করার জন্য ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির সেক্রেটারি একরামুল হক টেন্ডার বিক্রি করে ফেলেন। এ সময় রুবেল ও রকি গ্রুপের কিছু সন্ত্রাসী তাকে টেন্ডার ফেলতে বাধা দেয়। একরামুল হক টেন্ডার না ফেলার কারণ জানতে চাইলে রুবেল ও রকি গ্রপের সন্ত্রাসীর তার উপর চড়াও হয় এবং তাকে মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, আমি টেন্ডার ফেলার জন্য গেলে তারা আমাকে বাধা দেয়। তাদের কাছে জানতে চাই কেনো আমি টেন্ডার ফেলতে পারবো না। তারা বলে কাজটি আমরা নিবো তাই আপনি টেন্ডার ফেলবেন না এবং রুবেল ও রকির নির্দেশে তাদের সন্ত্রাসীরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও মারপিট শুরু করে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রবিউল এহসান রিপন/এআরএ/পিআর