রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন মঙ্গলবার


প্রকাশিত: ১০:২৮ এএম, ০১ জুন ২০১৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলার সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার সম্মেলন সম্পন্ন হয়েছে। আর এ সম্মেলনকে ঘিরে উজ্জীবিত ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য। আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে অধিকতর সুসংগঠিত হয়ে উঠছে রাঙ্গামাটি ছাত্রলীগ বলে জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের দায়িত্বশীল সূত্র জানায়, জেলার দশ উপজেলা কমিটিসহ ৪৯ ইউনিয়নে রয়েছে শক্তিশালী কমিটি। যে কোনো আন্দোলনে রাঙ্গামাটিতে ছাত্রলীগ যেমন ত্যাগী ও শক্তিশালী ভূমিকা রাখছে। একইভাবে প্রতিটি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে জোরালো ভূমিকা পালন করে আসছেন তারা। যে কারণে ১৯৯০, ৯৬ ও ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রাঙ্গামাটির আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার।

সবশেষ, গত ২০১৪ সালের নির্বাচনে দলীয় প্রার্থী দীপংকর তালুকদার হেরে গেলেও দলটির দাবি অস্ত্রশক্তির মুখে তাদেরকে হারানো হয়েছে। এরপর থেকে আসনটি পুনরুদ্ধারে এবং সংগঠনকে আরো সুসংগঠিত করতে জেলাব্যাপী সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে জেলা ছাত্রলীগ। সময় মতো আয়োজন করা হচ্ছে জেলা, উপজেলা ও তৃণমূলের কমিটিগুলোর সম্মেলন। বিভিন্ন উপজেলা সম্মেলন শেষে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে জেলা কমিটির সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত করা হবে শক্তিশালী নেতৃত্ব। নেতৃত্বে শীর্ষ পদে আসছেন নতুনমুখ বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

জেলা ছাত্রলীগ সভাপতি শাহ এমরান রোকন জানান, এবার সম্মেলনে আমরা সংগঠনকে আরো সুসংহত ও সুসংগঠিত করতে চাই। নেতৃত্বে যোগ্য কর্মীদের আনা হবে। ইতিমধ্যে উপজেলা ও তৃণমূলের কমিটিগুলোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমিটিগুলোর নেতৃত্বে যোগ্য ও মেধাবী কর্মীদের সুযোগ করে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, জেলা সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রথম অধিবেশন। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফরহান আহম্মদ ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া প্রধান বক্তা হিসেবে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও বিশেষ বক্তা হিসেবে কৃষি শিক্ষাবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম জুয়েল উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহ এমরান রোকন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে জেলা ছাত্রলীগের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হবে।

সুশীল চাকমা/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।