খুলনায় সোয়া ২ কেজি কোকেনসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৪:০৪ এএম, ১২ আগস্ট ২০১৭
ফাইল ছবি

খুলনা মহানগরী ও রূপসা উপজেলা থেকে দুই কেজি ২২৫ গ্রাম কোকেনসহ পাচার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনা সদর কোম্পানি। উদ্ধারকৃত কোকেনের মূল্য ২২ কোটি টাকা।

শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই উদ্ধার অভিযান চালানো হয়।

র‌্যাব-৬ খুলনার সিনিয়র এডি জাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির সিনিয়র এএসপি উৎপল কুমার রায় ও এএসপি মোর্শেদ অভিযান চালিয়ে দুই কেজি ২২৫ গ্রাম কোকেনসহ ৬ জনকে গ্রেফতার করে। তাদেরকে র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।