পন্টুন থেকে ছিটকে নদীতে জিপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৪ আগস্ট ২০১৭

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে পন্টুন থেকে ছিটকে একটি পাজেরো জিপ নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ সময় গাড়িতে কোনো যাত্রী ছিল না। সোমবার বিকেলে বিআইডব্লিউটিসি’র রেকার দিয়ে জিপটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসি’র সহকারী ম্যানেজার জিল্লুর রহমান জানান, বেলা ১১টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ঘাটে ফেরি পার হওয়ার জন্য পাজেরো জিপটি পন্টুনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে জিপির অর্ধেক অংশ নদীতে পড়ে যায়। বাকী অংশ পন্টুনের সঙ্গে আটকে থাকে।

পাজেরো জিপের চালক আসাদুজ্জামান জানান, ঢাকা মেট্রো ঘ-১৫-৩৫৩৪ নং ল্যান্ডক্রুজার পাজেরো জিপের চারজন যাত্রীকে পন্টুনে নামিয়ে তিনি জিপটি পার্কিং করেন। জিপটি রেখে টিকিট কাটার জন্য কাউন্টারে যান। এ সময় একটি ফেরির ধাক্কায় পন্টুনের ঝাকুনি লাগে। এতে জিপটির অর্ধেক অংশ নদীতে পড়ে যায়।

Zip

পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জিপটি পন্টুনে রাখা ছিল। পন্টুনের ঝাকুনিতে জিপটির অর্ধেক অংশ পানিতে পড়ে যায়, বাকী অংশ আটকে থাকে। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকেলে বিআইডব্লিউটিসি’র রেকার দিয়ে গাড়িটি ওঠানো হয়। এরপর গাড়িটি নিয়ে যাত্রীরা তাদের গন্তব্যে চলে যান।

বি.এম খোরশেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।