গাইবান্ধায় বাঁধ রক্ষায় কাজ করছে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৫ আগস্ট ২০১৭

গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। সোমবার বিকেল থেকেই তারা ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ অন্যান্য বাঁধ রক্ষায় কাজ শুরু করে। তাদের সার্বিক তদারকিতে বিভিন্ন স্থানের বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করা হচ্ছে।

সেনাবাহিনীর রংপুর-৬৬ পদাতিক ডিভিশনের লে. কর্নেল মিজানুর রহমানের নেতৃত্বে ৮৫ জন সদস্যের এই টিমটি জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় কাজ করছে।

Gaibandha

গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে ইতিমধ্যেই ব্রহ্মপুত্র ও ঘাঘট বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ অন্যান্য বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে সেসব ঝুঁকিপূর্ণ স্থানগুলোর কয়েকটিতে গর্ত দেখা দিয়েছিল। পরে সেসব স্থান ও নদীর বাঁধ উপচে পানি যাওয়া স্থানগুলোতে মাটি ও বালুর বস্তা ফেলা হয়েছে।

Gaibandha

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, বন্যা মোকাবেলায় বাঁধ রক্ষায় সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা কাজ শুরু করে দিয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাঁধ রক্ষায় বস্তাসহ প্রয়োজনীয় উপকরণ পর্যাপ্ত পরিমাণে রয়েছে।

রওশন আলম পাপুল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।