জামালপুরে বন্যার পানিতে ভেসে স্কুলছাত্রসহ নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৬ আগস্ট ২০১৭

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ভেসে গিয়ে দুই স্কুলছাত্রসহ তিনজন নিখোঁজ হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে নিখোঁজ হয় তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে পানি দেখতে আসে চার স্কুল শিক্ষার্থী। এ সময় সেলফি তুলতে গিয়ে মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুলের ছাত্র সজিব ও জিল্লুর রহমান পানির প্রবল তোড়ে ভেসে যায়। তাদের বাঁচাতে পথচারী লাল মিয়া পানিতে ঝাঁপিয়ে পড়লে তিনিও স্রোতে ভেসে যান। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা নিখোঁজদের খোঁজে পানিতে নেমেছেন। বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ তিনজনের খোঁজ মেলেনি।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।