সেলিম ওসমানের সঙ্গে দেশ গড়ার শপথ হাজারও শিক্ষার্থীর
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান সঙ্গে দেশ গড়ার শপথ নিয়েছেন নারায়ণগঞ্জের দুটি ইউনিয়নের দুই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। জঙ্গি, মাদকমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শপথ নেন তারা।
এ সময় তারা হাত উঁচিয়ে শপথ গ্রহণকালে তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে আগামী দিনে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়বো। আমরা মাদকে আসক্ত হব না। আমরা জঙ্গিবাদকে ঘৃণা করবো, জঙ্গিবাদ থেকে দূরে থাকবো। শপথ শেষে শিক্ষার্থীরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে স্কুল প্রাঙ্গণ মুখোরিত করে তুলে।
বুধবার পৃথকভাবে আলীরটেক ইউনিয়নের শেখ রাসেল উচ্চবিদ্যালয় ও গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সঙ্গে শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ করেন।
শোক সভায় সেলিম ওসমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। উনার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে স্বপরিবারে উনাকে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল ৭১’র পরাজিত শক্তিরা। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তোমাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে। আজকের তোমরাই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, আলীরটেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন, জাতীয় ফুটবলার সালাউদ্দিনসহ দুই ইউনিয়ন পরিষদের সদস্য ও স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি