চাঁদপুরে বিএসডিআই শিক্ষাক্রম চালু


প্রকাশিত: ১০:০৬ এএম, ০৪ জুন ২০১৫

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) চাঁদপুর ক্যাম্পাসে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং প্রোগ্রামের অনুমোদন লাভ করেছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিএসডিআই-এ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর যারা এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ভর্তির সুযোগ পাবে।

বিএসডিআই-এর শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলা এবং নিশ্চিত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে চলতি সেশন থেকে একটি করে ফ্রি ল্যাপটপ প্রদান করা হবে।

ইকরাম চৌধুরী/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।