শিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২০ আগস্ট ২০১৭

বরগুনার বেতাগীতে শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় এজহারভুক্ত আসামি মো. মেহেদী হাসান রবিউলকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়। রবিউল বেতাগী উপজেলার হেসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের মো. সুলতান হোসেনের ছেলে ও এ মামলার চার নম্বর আসামি।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ধর্ষকদের গ্রেফতারের জন্য রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে সকালে মেহেদী হাসান রবিউলকে গ্রেফতার করা হয়। তবে অন্য আসামিদের গ্রেফতার করার স্বার্থে কোন স্থান অথবা এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করা হয়েছে, তা বলতে রাজি হননি এসপি।

তিনি আরো বলেন, রবিউলকে ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হবে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।