শিক্ষিকাকে গণধর্ষণের আলামত মেলেনি
প্রতীকী ছবি
বরগুনার বেতাগীতে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিললেও গণধর্ষণ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
ওই শিক্ষিকার মেডিকেল রিপোর্ট প্রস্তুতকারী চিকিৎসক ডঃ আজমেরী বেগম জাগো নিউজকে বলেন, স্পর্শকাতর এই ঘটনার মেডিকেল প্রতিবেদন আমরা অত্যন্ত গুরুত্ব এবং সতর্কতার সঙ্গে সম্পন্ন করেছি। ভুক্তভোগী শিক্ষিকা একজন বিবহিত নারী।
তিনি আরো বলেন, ধর্ষণের আলামত সংগ্রহের পর আমাদের কাছে প্রতিয়মান হয়েছে, তিনি গণধর্ষণের শিকার হননি। তবে তাকে এককভাবে ধর্ষণ করা বা ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বিষয়টি অধিকতর নিশ্চিত হতে ফরেনসিক রিপোর্টের জন্য আলামত পাঠানো হয়েছে।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর