৬৮ দিন পর রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে ভারি যান চলাচল শুরু
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ এখন পুরোপুরি স্বাভাবিক। সড়কের সাপছড়ি শালবনে নতুন নির্মিত বেইলি সেতুর নির্মাণ করে সোমবার থেকে তার ওপর দিয়ে ভারি যান চলাচল শুরু হয়েছে।
ফলে দীর্ঘ ৬৮ দিন পর আবার সরাসরি যান চলাচল পুনঃস্থাপিত হয়েছে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে। গত ১৩ জুন পাহাড়ধসের ঘটনার পর এর আগ পর্যন্ত ভারি যান চলাচল করেছে সড়কের রাঙ্গামাটির কাউখালীর ঘাগড়া হতে।
সোমবার সকালে সেতু দিয়ে আনুষ্ঠানিক যান চলাচল খুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনসহ অন্য কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১৩ জুন পাহাড়ধসের ঘটনায় রাঙ্গামাটি-চট্টগ্রামসহ জেলার অভ্যন্তরীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়। এতে বিঘ্নিত হয় জেলার সড়ক যোগাযোগ। শালবন বেইলি সেতু নির্মাণে আবার সরাসরি সচল হয়েছে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ।
এ সময় নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, সড়কটি সরাসরি ভারি যান চলাচল উপযোগী করতে রাঙ্গামাটি সদরের সাপছড়ি এলাকায় বিধ্বস্ত অংশে নির্মিত নতুন এ বেইলি সেতুর কাজ ১ মাস ১০ দিনে শেষ করা হয়েছে। বৃষ্টিপাতের মধ্যেও আমরা এই সেতুর কাজ অল্প সময়ের মধ্যেই শেষ করতে সক্ষম করতে পেরেছি।
সুশীল চাকমা/এএম/এমএস