বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের শাহজাহান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৫ আগস্ট ২০১৭

লক্ষ্মীপুরে জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. শাহজাহান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ তিনজন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান নির্বাচিত হওয়ার পথে কোন বাধা থাকল না।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের স্ত্রী নাজমা সুলতানা চৌধুরী ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব মনোনয়নপত্র প্রত্যহার করেছেন। ১০ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মো. শাহজাহান বলেন, আমি শেখ হাসিনা ও দলের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। ঐক্যবদ্ধভাবে দলের নেতাকর্মীদের নিয়ে আমি লক্ষ্মীপুরের উন্নয়ন করতে বদ্ধপরিকর। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। দলের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস আমাদের তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) হোমায়রা বেগম বলেন, চারজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মো. শাহজাহানের নির্বাচিত হওয়ার পথে কোনো বাধা নেই।

কাজল কায়েস/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।