মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ জনের কারাদণ্ড
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলোচিত হামিদা আক্তার হেলেনা (২৪) হত্যা মামলায় এক নারীসহ দুইজনের কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোজাম্মেল এবং লিঞ্জু বেগম। এ মামলায় মোজাম্মেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং লিঞ্জুকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারক খোন্দকার হাসান মো. ফিরোজ এ রায় দেন। নিহত হেলেনা আবিরপাড়া (চোদ্দার বাড়ি) গ্রামের মৃত হাসান ঢালীর মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের মার্চ মাসে একই গ্রামের লিঞ্জু বেগমের সহায়তায় মোজাম্মেলের সঙ্গে পরিচয় হয় হেলেনার। হেলেনার স্বর্ণালঙ্কার দেখে লোভে পড়ে একপর্যায়ে তাকে অপহরণ করে হত্যা করা হয়। পরে হেলেনার ভাই নাজমুল হাসান বাদী হয়ে এ ঘটনায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন।
এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ শুনানির পর বিচারক এ রায় দেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অজয় চক্রবর্তী।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস