৭১ শিক্ষার্থীকে সেনাবাহিনীর সম্মাননা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৯ আগস্ট ২০১৭

গত ১৩ জুন রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে মানবতা সেবায় ভূমিকার জন্য ৭১ শিক্ষার্থীকে সনদসহ সম্মাননা দিয়েছে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন।

মঙ্গলবার দুপুরে রিজিয়ন সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মধ্যে এ সম্মাননা তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক।

এ সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) রাঙ্গামাটি শাখার অধিনায়ক কর্নেল মো. রাশেদ ইকবাল, বিজিবির রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. পাভেল আকরামসহ সামরিক বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৩ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়ায় জেলার এক দল ছাত্রছাত্রী।

তারা সেনাবাহিনী এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সমন্বয় এবং সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে তারা।

মানবতার সেবায় তাদের এ ভূমিকা ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কষ্ট লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাদের এ মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ রাঙ্গামাটি রিজিয়ন সনদ ও সম্মাননা দিয়েছে।

সুশীল চাকমা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।