অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৮ জুন ২০১৫

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমি খাতুন (১৫) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খাতা কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি খাতুন হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকার আব্দুল হামিদের মেয়ে। সে এবার এসএসসি পরিক্ষায় জিপিএ-এ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমি তার পরিবারের সঙ্গে অটোরিকশা করে দেওয়ানী এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে সুমির ওড়না অটোরিকশার চাকায় আটকে যায়। কিছুক্ষণ পর পাশে থাকা যাত্রী বুঝতে পেরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পর সুমির মৃত্যু হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক আরএমও জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে সুমির লাশ তার স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে গেছে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জাগো নিউজকে জানান, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যপারে থানায় কোনো আভিযোগ পাওয়া যায়নি।

রবিউল হাসান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।