পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ৩১ আগস্ট ২০১৭

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃহস্পতিবার ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীবাহী বাসের তুলনায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যা বেশি।

সকাল সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে তিন শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার,মাইক্রোবাস) পারাপারের অপেক্ষায় ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে।

মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, সকাল থেকে ঘাটে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যানজট এবং বিশৃঙ্খলা এড়াতে ছোট গাড়িগুলোকে টেপড়া বাসস্ট্যান্ড থেকে নালী সড়কে পাঠিয়ে দেয়া হচ্ছে। ৫ নম্বর ফেরি ঘাট দিয়ে শুধুমাত্র ছোট গাড়িই পারপার করা হচ্ছে।

jagonews24

তিনি জানান, ঈদের তিনদিন আগে থেকে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। একারণে পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোর অগ্রাধিকার দেয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ছোট বড় ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় পারাপারে আগের চেয়ে সময় লাগছে দ্বিগুন। একারণে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে ঘাটে যানবাহনগুলোকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফেরি পারাপারে একেকটি যানবাহনকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে দেড় থেকে দুই ঘণ্টা।

বি.এম খোরশেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।