ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০৩ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। গত রাতে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট সৃষ্টি হলেও শুক্রবার সকাল থেকে যানবাহন ধীর গতিতে চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কের ধারণ ক্ষমতা অনুযায়ী অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় মহাসড়কে রাতে যানজটের সৃষ্টি হয়। চন্দ্রা থেকে গাজীপুর ভোগড়া বাইপাস পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। তবে আজ শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ কমতে থাকায় চন্দ্রা ও এর আশপাশ এলাকায় যানবাহন চলাচল করতে ধীর গতিতে। এখনো বিপুল সংখ্যক যাত্রী স্টেশনগুলোতে অপেক্ষা করছেন। পর্যাপ্ত গাড়ি না পেয়ে ট্রাক, পিকআপ ও বাসের ছাদের করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

gazipur1

এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি ও ভোগড়াসহ বেশ কয়েকটি এলাকায় যানবাহনের ধীর গতি রয়েছে।

কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেশি থাকায় সেখানে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। তবে দীর্ঘ যানজট নেই বললেই চলে।

gazipur1

গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ভোগড়া এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও পুলিশ তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।