চলন্ত বাসে নারী কনস্টেবলকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে চলন্ত যাত্রীবাহী বাসে নারী পুলিশ সদস্য ঐশী খাতুনকে (২৫) ছুরিকাঘাত করেছে শরিফুল নামে এক যুবক।

এ সময় বাসের যাত্রীরা শরীফুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ঐশী চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের সদস্য পদে কর্মরত।

বাসযাত্রীরা জানায়, গত রোববার রাতে পুলিশ সদস্য ঐশী খাতুন যশোর থেকে বাসে কর্মস্থল পুলিশ লাইনসে যোগ দেয়ার জন্য চুয়াডাঙ্গা আসার পথে দর্শনার অদূরে পৌঁছান।

এ সময় যাত্রীবেশী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শরিফুল ইসলাম হঠাৎ ঐশীর মাথায় ছুরিকাঘাত করে আহত করে। যাত্রীরা শরিফুল ইসলামকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাতেই ঐশীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কি কারণে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানাতে পারেনি বাসের যাত্রীরা। এর নেপথ্যে অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে ধারণা করছেন যাত্রীরা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।