ছেলেকে বাঁচাতে গিয়ে না ফেরার দেশে বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৭

শরীয়তপুরে নদীতে গোসল করতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাবার মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও ছেলে নিখোঁজ রয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের খানকান্দি গ্রামের জয়নগর বাজার ব্রিজ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আকাশ (১০) বরিশাল বানারীপাড়া উপজেলার চাঁনখার গ্রামের আনিছ সিকদারের ছেলে। আর উদ্ধার আনিছ সিকদার (৪০) একই গ্রামের রহমত আলী সিকদারের ছেলে।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আনিছ সিকদার বরিশাল থেকে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ছেলে আকাশকে নিয়ে দুপুরে জয়নগর বাজার ব্রিজ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর ঘাটে গোসল করতে যান।

একপর্যায়ে ছেলে আকাশ সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়। এ অবস্থা দেখে আকাশের বাবা ছেলেকে উদ্ধার করতে গেলে তিনিও ডুবে যান। নিখোঁজের ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আনিছের মরদেহ উদ্ধার করতে পারলেও আকাশকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, আকাশকে উদ্ধারের চেষ্টা চলছে। শরীয়তপুর ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

মো. ছগির হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।