সিরাজদিখানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন থেকে ফাহিমা আক্তার (১৮) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে ইউনিয়নের চরনিমতলা গ্রামের স্বামী বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদহে উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, গৃহবধূ ফাহিমা আক্তার ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি উপজেলার লতব্দী গ্রামের ফজলু মিয়ার মেয়ে এবং তার স্বামীর নাম নিজামউদ্দিন।

সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের চরনিমতলা গ্রামের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ ফাহিমার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঘটনায় মনোমালিন্য হওয়ার কারণে গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নিজামউদ্দিন এবং শাশুড়ি রিনা বেগমকে আটক করা হয়েছে বলেও জানান এসআই।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।