ঢাবির নতুন উপাচার্যকে ঝালকাঠিতে ফুলেল শুভেচ্ছা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আখতারুজ্জামানকে ঝালকাঠিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠি কলেজ মোড়ে এক অনাড়ম্বর পরিবেশে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সিদ্দিকুর রহমান, আকলিমা মোয়াজ্জেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. কাঞ্চন আলী মোল্লা, বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল বাদশা, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন পান্না, বরিশাল মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শামীম আহসান, শিক্ষক মো. জামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এসএম রুহুল আমীন রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ, আকলিমা-মোয়াজ্জেম মহাবিদ্যালয় ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঢাবির সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আখতারুজ্জামানকে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ আখতারুজ্জামান এর আগে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) ছিলেন। এছাড়াও তিনি কলা অনুষদের ডিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আতিকুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।