শিক্ষকের ডাস্টারের আঘাতে ছাত্র জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৩০ এএম, ০৯ জুন ২০১৫

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ডাস্টার দিয়ে সামাদ হোসেন পিয়াল নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছেন মাহফুজ আহমেদ নামের এক শিক্ষক। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর আদর্শ কেজি স্কুলে। পিয়াল রামপুর গ্রামের প্রবাসী মো. সেলিমের ছেলে।

পিয়ালের মা জাগো নিউজকে জানায়, মঙ্গলবার স্কুলে গণিত বিষয়ে পাঠদান চলাকালীন শ্রেণি শিক্ষক পিয়ালকে ডাস্টার দিয়ে মাথায় আঘাত করে। এরপর পাশের দেয়ালের সাথে বার বার আঘাত করলে তার মাথা ফেটে যায়। এতে ছাত্র পিয়ালের শরীর ও পাঠ্যপুস্তক রক্তে ভিজে যায়।

ঘটনাটি ধামাচাপা দিতে স্কুল কর্তৃপক্ষ পিয়ালকে একটি বদ্ধ কক্ষে দুই ঘণ্টা আটক রেখে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করে। সহপাঠীদের মাধ্যমে ঘটনাটি জেনে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম (এলএলবি) জাগো নিউজকে জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মান্নানকে দায়িত্ব দেয়া হয়েছে।

ইকরাম চৌধুরী/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।