দিনাজপুরে পুলিশের হামলায় ৩ নারী আহত

দিনাজপুরের খানসামায় ৪০ দিনের কর্ম-সৃজন কর্মসূচির আওতায় মাটি কাটা নিয়ে শ্রমিক-জমির মালিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে তিন কর্মজীবী নারী শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মজীবী নারী শ্রমিকরা তাদের উপর পুলিশের হামলার অভিযোগ এনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
বুধবার দুপুর ৩টায় খানসামা থানার সামনের সড়কের দুই প্রান্ত অবরোধ করে শ্রমিকরা। এ সময় থানার ভিতরে থাকা পুলিশ সদস্যগণ অবরুদ্ধ হয়ে পড়ে।
পরে বিকেল ৪টায় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিনুর আলম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের অপসারণ করবেন বলে আশ্বাস প্রদান করে। শ্রমিকরা বিকেল ৪টা ১৫মিনিটে অবরোধ প্রত্যাহার করে।
খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি দিনাজপুর শহরে একটি মিটিংয়ে আছি। তবে মাটি কাটা নিয়ে জমির মালিক এবং শ্রমিকদের মধ্যে একটি সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছি। জটিলতা নিরসনে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআই