প্রাইভেটের টাকা নিয়ে ফেরার পথে শিক্ষককে পিটিয়ে ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:০৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে এক প্রাইভেট শিক্ষককে বেধড়ক পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ সময় তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার শিল্পী কলোনী এলাকায় এঘ টনা ঘটে। শিক্ষক মো. ফারুক হোসেন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দক্ষিণ মজুপুর এলাকায় মাহফুজের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষে এলএলবি অধ্যয়নরত।

স্থানীয়রা জানায়, শিল্পী কলোনী এলাকায় আবদুর সাত্তারের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ২ বছর ধরে ফারুক হোসেন প্রাইভেট পড়ান। মাসে দুই হাজার টাকা সম্মানিতে পড়ালেও তার এক বছরের টাকা বকেয়া আটকে যায়।

রোববার রাতে প্রাইভেট শেষে বকেয়ার ১৬ হাজার টাকা দেয়া হয়। ফারুক ওই টাকা নিয়ে বের হলে বখাটে সুমন, হিমু হানিফ, মুরাদ ও মামুন তার পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তার টাকা ও মোবাইল ফোন লুটে নেয়া হয়।

লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।