হাসপাতাল ঝাড়ু দিলেন স্বাস্থ্য কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

পরিচ্ছন্ন শিবচর হাসপাতাল গড়তে অনন্য উদ্যোগ নিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কর্মকর্তা-কর্মচারীসহ তিনি নিজের হাতে ঝাড়ু দিয়ে হাসপাতালকে পরিচ্ছন্ন রাখার অভিযান শুরু করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব্য যোগদানকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাফর মিয়া ঝাড়ু হাতে নেমে পড়েন হাসপাতালে আঙ্গিনায়।

এ সময় তার সঙ্গে হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাফর মিয়া বলেন, শিবচর উপজেলা কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা বদ্ধপরিকর। যদি হাসপাতাল পরিচ্ছন্ন না থাকে তা হলে এখানে বিভিন্ন রোগ জীবাণু ছড়াবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শরীরকে সুস্থ রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।

এ কে এম নাসিরুল হক/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।