রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন প্রভাত। সম্প্রতি স্থানীয় পালেরহাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি স্থানীয় জনতা অংশ নেন।
সংগঠনের সভাপতি মোরশেদ কামালের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আ হ ম মোশতাকুর রহমান।
এ ছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম হিরু চৌধুরী, পালেরহাট ঈদগাহের সভাপতি কামালউদ্দিন চৌধুরী, প্রভাত সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রিয়াজ, সহ-সভাপতি মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক তুষার, সদস্য ইফতেখারুল ইসলাম বাবু, হামিদুর রহমান বাবু, রিপনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সকল হত্যা-নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। তারা এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ এবং দ্রুত সমস্যার সমাধানের জোর দাবিও জানান।
এ ছাড়া সরকারকে বাংলাদেশে প্রবেশকারী অসহায় রোহিঙ্গাদের আশ্রয় প্রদানসহ এবং তাদের খাদ্য, চিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।
পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় বিক্ষোভ-মিছিল এবং অং সান সুচির কুশ পুত্তলিকায় অগ্নিসংযোগ করেন।
এমএমজেড/পিআর