শিক্ষকের শিফট পরিবর্তন, ছাত্রীদের বিক্ষোভ
লক্ষ্মীপুরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এক শিক্ষকের শিফট পরিবর্তনের প্রতিবাদে ছাত্রীরা বিক্ষোভ করেছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান শিক্ষক হারাধন চন্দ্রকে ডে থেকে মর্নিং শিফটে পরিবর্তন করায় শিক্ষার্থীদের একাংশ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল।
অভিভাবক ও ছাত্রীরা জানান, হঠাৎ করে বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান শিক্ষক হারাধন চন্দ্রকে ডে থেকে মর্নিং শিফটে পরিবর্তন করা হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় সমস্যার আশঙ্কা করে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষকের শিফট পরিবর্তন স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীরা শান্ত হয়।
লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক বলরাম দেবনাথ বলেন, মনিং শিফটে শিক্ষক সংকট থাকায় রুটিন পরিবর্তন করা হয়েছিল। ছাত্রীদের দাবির মুখে পরে পূর্বেরটা বহাল রাখা হয়।
কাজল কায়েস/এএম/জেআইএম