ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের মামলায় সদর উপজেলার চাঁনবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার পরমহল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়াতেন পার্শ্ববর্তী চাঁনবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। পড়ানোর সুযোগে প্রায়ই তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করতেন। গত ১৮ আগস্ট সকালে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক শহিদুল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে হাতেনাতে ধরে ফেলায় ওই ছাত্রী ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। এ ঘটনায় ছাত্রীর বাবা আবুল কালাম ফকির গত ৮ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানায় মৌখিক অভিযোগ করেন।

এসআই সরোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করতে গিয়ে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। গত ১৩ সেপ্টেম্বর ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। গ্রেফতার শিক্ষককে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আতিকুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।