নালিতাবাড়ীতে ৫০ কৃষককে পাওয়ার টিলার প্রদান


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৩ জুন ২০১৫

কৃষি খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে ৫০ জন ক্ষুদ্র্র ও প্রান্তিক চাষির মধ্যে ৩০ ভাগ ভূর্তকীমূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে এসব পাওয়ার টিলার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে মুঠোফোনে স্বাগত বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষিবান্ধব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের স্বার্থে নিরলসভাবে কাজ করছেন। একসময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সার এখন কৃষকের পিছনে দৌঁড়ায়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নালিতাবাড়ীর ইউএনও আবু সাইদ মোল্লা, কৃষি অফিসার শরীফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টার, সম্পাদক ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।