বিদ্যুতের তারে পেঁচিয়ে দুই বন্ধুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:০৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

মাগুরায় মুরগির খামারে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার সাইত্রিশ লাউতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাইত্রিশ গ্রামের মো. লুৎফর কাজীর ছেলে টিটুল কাজী ও আলাইপুর গ্রামের মো. নিজাম মোল্লার ছেলে হাসান মোল্লা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, বাড়ির পার্শ্ববর্তী মুরগির ফার্মে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে টিটুল কাজী ও হাসান মোল্লার মৃত্যু হয়। আজ সকালে ফার্মে তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্য ঘোষণা করেন।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরাফাত হোসেন/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।