চাল মজুদ করায় ব্যবসায়ীকে কারাদণ্ড
অবৈধভাবে চাল মজুদ রাখার অপরাধে নাটোরের লালপুরের গোপালপুরে চান্দু মিয়া নামে এক চাল ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউন থেকে প্রায় একশ টন চাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মর্তুজা খান এই আদেশ দেন।
সূত্র জানায়, সারা দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মর্তুজা খানের নের্তৃত্বে লালপুর উপজেলার গোপালপুরের সুমন ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে চাল মজুদ রাখার অপরাধে সুমন ট্রেডার্সের মালিক চান্দু মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং প্রায় একশ টন চাল জব্দ করা হয়।
অভিযানকালে নাটোর র্যাব-৫’র কোম্পানি কমান্ডার এসকেএম আনোয়ার হোসেন, জেলা মার্কেটিং কর্মকর্তা কর্মকর্তা নূর মোমেন, লালপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাব’র জেলা কমিটির সভাপতি রইস উদ্দিন সরকার ও লালপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
রেজাউল করিম রেজা/এফএ/আইআই