চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে রোহিঙ্গা শরণার্থী সন্দেহে মনসুর আলম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়।

আটক মনসুর আলম কক্সবাজার জেলার খোকতাখালী গ্রামের কামাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মনসুর আলম চুয়াডাঙ্গা রেল স্টেশনে ঘোরাফেরা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাকে আটক করে।

আটক মনসুর আলম জানান, গত রোববার সকালে কাজের সন্ধানে কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে পরে চুয়াডাঙ্গা আসেন। এরপর এলাকাবাসী তাকে ধরে রোহিঙ্গা শরণার্থী সন্দেহে পুলিশে দেয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, রোহিঙ্গা শরণার্থী সন্দেহে তাকে আটক করা হয়েছে। তবে তার সঠিক পরিচয় পেতে কক্সবাজার পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

সালাউদ্দিন কাজল/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।