জয়নালের মৃত্যুতে ফুলগাজীতে শোকের মাতম


প্রকাশিত: ১০:১৪ এএম, ১৫ জুন ২০১৫

সৌদি আরবের জেদ্দায় জয়নাল আবদিন বসির (৪০) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুবরণ করায় ফেনীর ফুলগাজী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৬ সালে সৌদি আরব পাড়ি জমায় ফুলগাজীর মনতলা গ্রামের সুজা মিয়ার ছেলে জয়নাল আবদিন বসির। নানা টানাপোড়েন থাকার পরও পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতো দিন পার করছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গত ১০ জুন সৌদি আরবে জেদ্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন জয়নাল আবদিন বসিরসহ আরো চার বাংলাদেশি। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় জয়নালের পরিবার। দুই ছেলে এক মেয়ে কিভাবে দিন কাটবে সে চিন্তায় চোখে-মুখে হতাশার ছাপ জয়নালের স্ত্রীর। ফুলগাজী ইউনিয়ন পরিষদের সদস্য আবদু রউফ মিয়া জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।