জঙ্গি মাসুদের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

নাটোরের তালিকাভুক্ত জঙ্গি মাসুদ রানার স্ত্রী কোহিনুর আক্তার কলিকে জেলগেটে তিনদিনের জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার চাঁদপুর পাবনা পাড়া এলাকা থেকে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলায় কোহিনুর আক্তার কলিকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

পরে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি তদন্ত মাহবুব ইমরান। পরে আদালতে আজ আদেশের দিন ধার্য করলে সকালে কোহিনুর আক্তার কলিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। বিচারক রবিউল ইসলাম জেলগেটে কলিকে তিনদিনের জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেয়।

তালিকাভুক্ত জঙ্গি মাসুদ রানা ওরুফে হোসাইন ও তার স্ত্রীকে গ্রেফতার করার জন্য পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অভিযান চালিয়ে গত ২৪ সেপ্টেম্বর সকালে রাজশাহীগামী একটি বাস থেকে জঙ্গি মাসুদ রানার স্ত্রী কোহিনুর আক্তার কলিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।