মহাদেবপুর উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর আত্মহত্যা
নওগাঁর মহাদেবপুরে উপজেলা চেয়ারম্যানের স্ত্রী সোহানা আক্তার মিতু (৩৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মিতু মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নুর স্ত্রী ও উপজেলা সদরের দুলালপাড়ার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে মিতু শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। স্বামী আব্দুস ছাত্তার রাত ১১টার দিকে বাড়িতে এতে অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ফেলেন। এ সময় স্ত্রী মিতুকে গলায় ফাঁস দিয়ে তীরের সঙ্গে ঝুলে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেন। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শীররে কোনো ধরনের আঘাতে চিহ্ন ছিল না। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, পারিবারিক কলহের কারণে মিতু আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আব্বাস আলী/আরএআর/জেআইএম