ঝালকাঠিতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, আটক ৯
ঝালকাঠিতে বিভিন্ন অব্যবস্থাপনার জন্য একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র্যাব-৮ এর একটি দল সোমবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ অভিযান চালায়।
এ সময় অস্থায়ী ডাক্তার, অপ্রশিক্ষিত নার্স, অতিরিক্ত বেডসহ নানা অনিয়মের কারণে সিটি ক্লিনিককে দুই লাখ টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও তিনটি খাবার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া র্যাবের দলটি ঝালকাঠি সদর হাসপাতালে অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারের ৯ জন নারী দালালকে আটক করা হয়।
এরা হলেন শিউলি রানী, জোসনা রানী, রিনা বেগম,বকুল রানী, নাজমা বেগম, মোর্শেদা বেগম, নাছিমা বেগম, শাহানাজ বেগম ও শিপ্রা রানী। পরে তাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব সদর দফতরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ ছুরত আলমসহ র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব সদর দফতরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম জানান, নারী দালালরা শহরের স্কয়ার ক্লিনিক, বানী ডায়াগনস্টিক ও মমতাজ ডায়াগনস্টিকের পক্ষে হাসপাতালের রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রলুব্ধ করতেন। ভবিষ্যতে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মো. আতিকুর রহমান/এএম/আরআইপি