ভোলায় মাইক্রোবাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের
ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশা মডেল কলেজের সামনে বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মোতালেব (৬৫)। তার বাড়ি ইলিশা পন্ডিতেরহাট এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোতালেব। এসময় উত্তেজিত এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ ও মাইক্রোবাসটি আটক করেন। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
অমিতাভ অপু/এমজেড/আরআই