নওগাঁয় শিয়ালের কামড়ে আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৬ অক্টোবর ২০১৭

নওগাঁর নিয়ামতপুরে শিয়ালের কামড়ে ৩ শিশুসহ ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এদের মধ্যে আহত তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন, উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের নুরুজ্জামানের মেয়ে মুন্নি (৬), নাজমুল হোসেনের ছেলে ফায়সাল (৭), মুড়িহাড়ী গ্রামের বাদল হোসেনের মেয়ে বেহেস্তি (৮) ও রুদ্রপুর গ্রামের মজির শেখের ছেলে শাহজাহান (৪০)।

আহত শিশু ফায়সাল জানায়, সন্ধ্যার দিকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। এসময় হঠাৎ জঙ্গল থেকে একটি শিয়াল এসে তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। ক্ষতস্থানে চারটা সেলাই দিতে হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য তুশিত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে জঙ্গল থেকে শিয়ালটি বেরিয়ে কামড় দিয়ে পালিয়ে যায়। শিয়ালটি পাগল হয়ে গেছে। সবাইকে কামড় দেয়ার জন্য চেষ্টা করছে। তাকে ধরার চেষ্টা চলছে।

আব্বাস আলী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।