শেরপুরের নাকুগাঁওয়ে পূর্ণাঙ্গ স্থলবন্দরের কার্যক্রম উদ্বোধন


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৮ জুন ২০১৫

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নৌমন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রী বলেন, `নাকুগাঁও স্থলবন্দরটি ভবিষ্যতে ভারত, ভুটান, নেপালের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য ও সড়ক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এ জন্য এ বন্দরটির উন্নয়নে যা যা করা দরকার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। স্থলবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ায় এলাকাটিতে কর্মচাঞ্চল্য আসবে। এতে এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।`

উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থলবন্দর কর্তপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নৌ মন্ত্রণালয়ের উপসচিব পংকজ কুমার পাল, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, স্থলবন্দর কর্তপক্ষের সদস্য (ট্রাফিক) আমিনুল হক চৌধুরী প্রমুখ।

হাকিম বাবুল/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।