স্বামীর নির্যাতন সইতে না পেরে নববধূর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৬ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

বিয়ের মাত্র দুই মাসের মাথায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শিল্পী বেগম নামে এক নববধূ। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলা এলাকায় স্বামীর বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

নিহত শিল্পী বেগম মাটিরাঙার যামিনী পাড়া এলাকার মৃত মীর হোসেনের মেয়ে। এ ঘটনায় স্বামী মো. খোরশেদ আলমকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

নিহতের স্বজনরা জানান, দুই মাস আগে প্রেমের ফাঁদে ফেলে শিল্পী বেগমকে বিয়ে করে খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলার মো. আবুল কালামের ছেলে বখাটে মো. খোরশেদ আলম। বিয়ের পর থেকে স্বামী ও তার স্বজনরা শিল্পী বেগমকে নির্মম নির্যাতন করত। ক্রমাগত নির্যাতনের ফলে সে আত্মহত্যার পথ বেঁচে নিতে বাধ্য হয় বলেও অভিযোগ নিহতের স্বজনদের।

এ ঘটনায় নিহত শিল্পী বেগমের চাচা মো. হানিফ মিয়া বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, শুক্রবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মুজিবুর রহমান ভূইয়া/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।