হেঁটে গিনেস বুকে নাম লেখানোর স্বপ্ন কিশোর সাকিবের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

হেঁটে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে গিনেস বুকে নাম লেখানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে মাদারীপুরের শিবচর উপজেলার কিশোর সাকিব মোল্লা। সে ঘণ্টায় ৮ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করতে সক্ষম। শনিবার সকালে সাকিব তার নিজ এলাকা শিবচর থেকে ঢাকা পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তা অতিক্রমের মাধ্যমে এ যাত্রা শুরু করে।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন। ঢাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ আসলাম তাকে ঢাকায় স্বাগত জানাবেন বলে জানা গেছে।

ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রাফসানী জানান, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ইয়াসিন হাজিরকান্দি গ্রামের গিয়াসউদ্দিন মোল্লার ছেলে সাকিব মোল্লা। সে গাজীপুরের কাশিমপুরের ইউসেফ স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

sakib-madaripur2

প্রায় চার বছর আগে কাশিমপুরের ইন্টারন্যাশনাল ওয়াকাথন ক্লাবে ভর্তি হয়ে হাঁটার চর্চা শুরু করে সাকিব। বর্তমানে সে ঘণ্টায় ৮ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করতে সক্ষম। হেঁটে পৃথিবীর সর্বাধিক দূরত্ব অতিক্রম করে গিনেস বুকে নাম লেখানোর স্বপ্ন তার। সাকিব শনিবার সকাল ৭টায় ইন্টারন্যাশনাল ওয়াকাথন ক্লাবের আয়োজনে শিবচর ৭১ চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত ৫০ কিলোমিটার পথ অতিক্রমের জন্য যাত্রা শুরু করে।

আয়োজক কমিটি জানায়, ২৮ অক্টোবর সাকিব ময়মনসিংহ থেকে ঢাকার উত্তরা ক্লাব পর্যন্ত ৭০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করবে। এরপর ১ ডিসেম্বর গিনেস বিশ্ব রেকর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে ২৭টি জেলার প্রায় ১৫শ কিলোমিটার পথ হেঁটে সাকিবের কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। হেঁটে পথ অতিক্রম করার সময় বিপন্ন পরিবেশ রক্ষায় মানুষকে পরিবেশ সচেতনতার আহ্বান জানাবে সাকিব।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, শিবচর উপজেলার সাকিব মোল্লা আমাদের গর্ব। আমরা সবাই দোয়া করি সাকিব যেন গিনেস বুকে নাম লিখিয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারে।

একেএম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।