সিংড়ায় স্বেচ্ছায় সুতিজাল জমা দিলেন জাল মালিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

নাটোরের সিংড়া উপজেলায় সুতিজালের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও গ্রেফতারের পর উপজেলা প্রশাসনের কাছে স্বেচ্ছায় ৮ লক্ষাধিক টাকার ৪টি সুতিজাল হস্তান্তর করেছে কলম ইউনিয়নের সুতি মালিকরা।

শনিবার দুপুরে কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুর নেতৃত্বে এই জালগুলো হস্তান্তর করা হয়। এ সময় কলম ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নকে সুতিজাল মুক্ত বলে দাবি করেন। পরে জালগুলো কোর্ট মাঠে পুড়িয়ে দেয়া হয়।

সিংড়া উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলনবিলের মৎস্য সম্পদ রক্ষায় গত ১ মাসে চলনবিলে ২৭টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সুতি ও বাদাই জাল পুড়িয়ে দেয়া হয়। অভিযানে মৎস্য সংরক্ষণ আইনে সুতিজাল মালিকদের বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়েছে। এই মামলায় বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজাও প্রদান করা হয়েছে।

Natore-Photo-(1)

ফলে এলাকায় ব্যাপক জনমত গড়ে ওঠায় উপজেলার ৪নং কলম ইউনিয়নের সুতি মালিকরা তাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় তাদের সুতিজাল প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু প্রমুখ।

এদিকে, চলনবিলের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জনমনে শুভবুদ্ধি উদয় হওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, উপজেলা প্রশাসনের লাগাতার অভিযান ও এলাকায় জনমত গড়ে ওঠায় সুতি মালিকদের মধ্যে এই পরিবর্তন। তবে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।