পুলিশের বিরুদ্ধে আসামির স্বজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:২৪ এএম, ০৯ অক্টোবর ২০১৭

জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে আসামি ধরতে গিয়ে সাইদুর রহমান (৩৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় কালাই থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান একই গ্রামের কাজেম আলীর ছেলে ও ওই আসামির চাচা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষোভ করে।

জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান জানান, সোমবার ভোর রাতে হারুঞ্জা গ্রামে শাপলা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ ধরতে গেলে আসামির চাচা সাইদুর রহমান পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পরে এবং পুলিশের উপর হামলা চালায়।

Joypurhat

এসময় পুলিশ সাইদুরকে মারধর করলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বর ঘেরাও করে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ কমপক্ষে ৪ জন আহত হয়।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

রাশেদুজ্জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।