নওগাঁর শ্রেষ্ঠ ওসি আনিছুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি পদকে মনোনীত করা হয়।

এ সময় নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলামসহ জেলার ১১টি থানার ওসি উপস্থিত ছিলেন।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পুলিশের ধর্ম মানুষের সেবা করা। তাই সরকারের দেয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও মানুষের পাশে থেকে কাজ করে যাব।

আব্বাস আলী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।