শিবগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল নেতা রুবেল হত্যা মামলায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আশরাফ আলী, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলী আহম্মেদ বাবু ও শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে পুখুরিয়া এলাকায় ছাত্রদল নেতা রুবেল আলী নিহত হন। ওই ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।