সরকারি গাছ সরকারি দলের নেতারা কাটবে


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২০ জুন ২০১৫

আমরা শ্রমীক লীগ করি।  পাউবোর কোন গাছটা কাটতে হবে কাটুম।  আমার স`মিলে শত শত সরকারি গাছ পড়ে আছে।  সরকারি গাছ সরকারি দলের নেতারা কাটবে এটাই বাস্তব।  আপনাদের যা করার আছে করেন।

শনিবার দিন-দুপুরে নীলফামারীর ডিমলায় পাউবোর লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সহর আলী এভাবেই সাংবাদিকদের বললেন। 

এর আগে সকালে বর্ডার গার্ড ও গ্রাম পুলিশ গাছ কাটতে বাধা দেয়।  কিন্তু, দুপুরে টেপাখড়িবাড়ী ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি প্রভাবশালী নেতা সহর আলী জোরপূর্বক গাছ কাটেন।  গাছটি জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী গাছের টুকরোগুলো আটক করেন।

শুক্রবার সকালে বার্নিরঘাট বিজিপি সংলগ্ন পাটগ্রাম পাড়ার টেপাখড়িবাড়ী ইউনিয়নের শ্রমীকলীগ নেতা ও স`মিল মালিক সহর আলী ১৫-১৬ জন শ্রমিক দিয়ে বিশাল আকৃতির ১টি শিমুল গাছ কর্তন করেন।

এলাকাবাসী জানান, শিমুল গাছটির মূল্য লক্ষাধিক টাকার উপরে।  গত ২৬ মার্চ শহর আলী একই কায়দার পাউবোর ২টি শিমুল গাছ কেটে নিয়ে যাওয়ায় এলাকাবাসী বাধা দিলে একটি গাছ কেটে নিয়ে যান।  ঘটনার পরদিন ২৭ মার্চ তার স`মিল থেকে শিমুল গাছের ৬টি খণ্ড উদ্ধার করে পাউবোর সিবিএ নেতারা।

অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজের সহকারী প্রকৌশলী তোবারক হোসেনের সঙ্গে আতাত করে দিন দুপুরে দীর্ঘদিন থেকে গাছ কেটে নিয়ে যায় শহর আলী। টেপাখড়িবাড়ী ইউনিয়নের মতির বাজার সংলগ্ন শহর আলীর স`মিল চোরাই গাছের বিশাল স্তুপ রয়েছে। দুপুরে গিয়ে দেখা যায়, বার্নিরঘাট বিজিবির হাবিলদার আনিছুর রহমান ৪ জন সৈনিকসহ গাছ কর্তন বন্ধ করে দেন।

টেপাখড়িবাড়ী পাটগ্রাম পাড়ার দিন দুপুরে গাছ কাটার সঙ্গে পাউবোর এসও তোবারক হোসেন, পাউবোর শ্রমিক নেতা বুলবুল, শিক্ষক রোকনুজ্জামান বাবুলসহ সহর আলী জড়িত।

টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জাগো নিউজকে জানান, পাউবোর কতিপয় কর্মকর্তার যোগসাযোশে সরকারদলীয় কতিপয় নেতা দিন-দুপুরে পাউবোর গাছ ডাকাতি করতে নেমেছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, গাছটি চুরি করে কেটেছে। আমি বাইরে আছি। বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও গাছসহ চোরকে আটক করার জন্য সহকারি প্রকৌশলীকে নির্দেশ প্রদান করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।